MoU Signing Ceremony Between Rupayan City and Bio-Xin Cosmeceuticals

রূপায়ণ সিটি উত্তরা ও বায়োজিন কসমেসিউটিক্যাল-এর মধ্যে সমঝোতা স্বাক্ষর।
বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগা গেইটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলাদেশের খ্যাতনামা স্কিনকেয়ার ও ওয়েলনেস প্রতিষ্ঠান বায়োজিন কসমেসিউটিক্যালস কৌশলগত অংশীদারিত্বের জন্য একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (MoU) স্বাক্ষর করেছে। এ চুক্তি স্বাক্ষরিত হয় আজ, ১৪ই আগস্ট ২০২৫ ইং, রূপায়ণ স্কাই ভিলার লাউঞ্জ এ।
এই অংশীদারিত্বের আওতায়, বায়োজিন কসমেসিউটিক্যাল প্রতি বছর রূপায়ণ সিটি প্রাঙ্গণে দুটি বিনামূল্যে স্কিনকেয়ার সার্ভিস কার্যক্রম পরিচালনা করবে এবং রূপায়ণ সিটি উত্তরার গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বায়োজিন কসমেসিউটিক্যাল যেকোনো আউটলেট এ সকল পণ্য ও চিকিৎসা সেবায় ২০% ছাড় প্রদান করবে।
অন্যদিকে, রূপায়ণ সিটি উত্তরা বায়োজিনের গ্রাহক ও কর্মকর্তা -কর্মচারীদের জন্য যে কোনো অ্যাপার্টমেন্ট বা কমার্শিয়াল স্পেস ক্রয়ে বিশেষ সুবিধা প্রদান করবে।
চুক্তিতে স্বাক্ষর করেন রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এম মাহবুবুর রহমান এবং বায়োজিন কসমেসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা ও সিইও জনাব মোহাম্মদ জাহিদুল হক। স্বাক্ষর অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের ডাইরেক্টর মার্কেটিং এন্ড মিডিয়া জনাব অমিত চক্রবর্ত্তী সহ উভয় পক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান তাদের গ্রাহক এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত সুবিধা ও আধুনিক জীবনযাপনের এক অনবদ্য দ্বার উন্মোচিত করলো ।
Rupayan City joins hands with Bio-Xin Cosmeceuticals. blending premium lifestyle with Holistic care and wellness. Together we Aim to create a possibility which will lead us to sustainable well-being initiatives.
Click the link to read the complete article on The Business Standard: https://www.tbsnews.net/economy/corporates/rupayan-city-signs-mou-bio-xin-lifestyle-benefits-1212681





